ফরিদপুরের সদরপুর উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পানি ৩ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া, চর নাছিরপুর, চর মানাইড়, ঢেউখালী, আকোটেরচর ইউনিয়নসহ ৫টি ইউনিয়নে প্রায় কয়েক হাজার মানুষ পানি বন্ধি হয়ে গরু-ছাগল নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। বর্তমানে এদের চলাচলের একামাত্র বাহন হচ্ছে ডিঙ্গী নৌকা।
নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির সরদারের সাথে কথা হলে তিনি বলেন নুরুদ্দীন সরদারের কান্দি, জামাল খাঁর কান্দি, ওহেদ মোল্যার কান্দি, বিশ্বাস কান্দিসহ প্রায় ৭শতাধিক পরিবার পানি বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে।
চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আক্কাছ আলীর সাথে কথা হলে তিনি বলেন, তার ইউনিয়নে ৩৮টি গ্রামের মধ্যে ৩-৪টি গ্রাম বাদে প্রতিটি গ্রামে বন্যার পানি ঢুকে প্লাবিত হয়ে পড়েছে। এভাবে দিন দিন পানি বৃদ্ধি পেলে অচিরেই প্রতিটি ঘরের মধ্যেই পানি ঢুকে পড়বে। ফলে এলাকার লোকজনের বসবাস করতে সমস্যা দেখা দিবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha