ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলায় নদী ভাঙন কবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ফরিদপুর জেলা পুলিশ।
শনিবার সকালে আলফাডাঙ্গা থানার আয়োজনে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার আলীমুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার সুমন কর, ওসি মো.ওয়াহিদুজ্জামান, যুবলীগ আহŸায়ক হাসমত হোসেন তালুকদার তপন, গোপালপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরী বেগম ও ইউপি আ’লীগ সভাপতি মো. মোনায়েম খান প্রমুখ।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫