আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৪, ২০২১, ৪:০২ পি.এম
মাদক নেশা পরিহার করে খেলাধুলা ও পড়ালেখায় মনোনিবেশ করতে হবে

রাজশাহী চারঘাট উপজেলাকে মরণ নেশা মাদকের ছোঁবল থেকে রক্ষার করতে হলে খেলাধুলা ও পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। একটি প্রীতি ফুটবল খেলা শেষে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম উপস্থিত খেলোয়াড় ও অভিভাবকদের উদ্দ্যেশে এসব কথা বলেন।
শুক্রবার বিকালে উপজেলা হলিদাগাছি মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক ফকরুল ইসলাম। বিবাহিত ও অবিবাহিত দুই দলের মধ্যে আনন্দ উপভোগ করার জন্যই এই খেলার আয়োজন করেছিলেন স্থানীয়রা।
ওই সময় স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ চেয়ারম্যানের কাছে দাবি করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি নিশ্চিত মাদক মুক্ত পরিবেশ রেখে যেতে চান। কিন্ত মরণ নেশা মাদকের ছোঁবলে তারা দিশেহারা। মাদক ব্যবসায়ীদের বেড়াজালের শেকঁড় উপড়ে ফেলার টিকশয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
উপজেলা চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে খেলাধুলার অগ্রাধিকার রেখে তিনি কাজ করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন দখলকৃত খেলার মাঠ উদ্ধার, মাঠ সংস্করণ এবং প্রয়োজনিয় খেলার সরঞ্জাম বিতরণ অব্যহত রয়েছে। মাদক নেশা পরিহার করে খেলাধুলা ও পড়ালোখায় মনোনিবেশ করতে হবে। কেননা যে কোন বয়সের ছেলে বা মেয়েরা মাদক সেবনের পরে ঔদ্ধত্য আচরণ করে থাকে। যা পরিবার, সমাজ এবং দেশের জন্য হুমকি স্বরূপ। বর্তমান সরকার মাদক বন্ধের জন্য কাজ করে যাচ্ছেন। মাদক বিরোধী অধিদপ্তর, বিজিপি, পুলিশ এবং প্রশাসন সকল প্রকার মাদক প্রাচার এবং সেবন প্রতিরোধে নিরলস ভাবে প্রচেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha