আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৫:১৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩, ২০২১, ৭:৩৫ পি.এম
রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে নুরুজ্জামান নুরু (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাধাইমুড়ি সরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুজ্জামান নুরু মাধাইমুড়ি সরদারপাড়া গ্রামের মৃত মকবুল সরদারের ছেলে।
নিহতের বড় ভাই মুনজুর ইসলাম জানান, এদিন বাড়ির পার্শ্বে একটি ছোট্ট পুকুর থেকে মাছ ধরার জন্য পানি সেচের মটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলেন নুরু।
দুপুরের দিকে পানি সেচ দেয়া ও মাছ ধরা শেষ হলে মটরের বিদ্যুতের তার গোছাতে লেগে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন তিনি।
saএ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আদমদিঘী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎপৃষ্টে পল্লী চিকিৎসক নুরুজ্জামান নুরু মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha