ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি বাঁধানোঘাট নামক স্থানে আজ বৃস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৯) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত শহিদুল ইসলাম উপজেলার বাইশরশি গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে। জানা গেছে, দুপুর অনুমান ১ টায় শহিদুল মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকলে ফরিদপুুর থেকে সদরপুর গামী একটি লেগুনা মোটরসাইকেলের পেছোনে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশের সুরতহাল করে মেডিক্যাল পরীক্ষার জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।
ঘাতক লেগুনা গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। গাড়ি চালক পলাতক রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার পস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫