আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ১২:৪৭ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২, ২০২১, ৭:০৫ পি.এম
পঞ্চগড়ে ৬ শিশু সহ দুই পরিবারের ১১ রোহিঙ্গা আটক
পঞ্চগড়ের ৬ শিশু সহ ২টি পরিবারের ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশ তাদের পঞ্চগড় পৌর শহরের ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টার থেকে আটক করে।
আটককৃতরা হলেন, কক্সবাজার পেশকার পাড়া বাজার ঘাটা এলাকার মো কবির হোসেন (২১), তার স্ত্রী জোবাইদা বেগম (২০), তাদের একমাত্র সন্তান সুমাইয়া (১) ও কক্সবাজার কুতুপালং ক্যাম্পের মো ফয়জুল ইসলাম (৩৯), তার স্ত্রী মোছা রেনু আরা বেগম (৩০), তাদের ৫ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬) এবং নজরুল ইসলাম (৪) এবং ফয়জুলের চাচাতো ভাই আবু তাহের (২০)।
পঞ্চগড় থানা পুলিশের সূত্রে জানা যায়, ওই দুইটি পরিবারের ৬ শিশু সহ ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্য ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে আসে। পুলিশের ধারণা রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে পঞ্চগড়ে এসে বসতি গড়েছিল। পরে তারা সবাই কক্সবাজারে যাওয়ার জন্য হানিফ কাউন্টারে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ৬ শিশু, দুই নারী সহ ১১ জন রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্য টিকিট কাটার জন্য পৌর শহরের ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাদের আটক করে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয়। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha