আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২, ২০২১, ৬:৪৬ পি.এম
রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহী নগরীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে নগরীর লক্ষিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ নগরীর কয়েরদাঁড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে নগরীর ছোট বনগ্রাম এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে ওই ছাত্রীর অবস্থা গুরুতর হলে আকাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে স্ত্রী পরিচয় দিয়ে ভর্তি করে। তবে ওই স্কুলছাত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে যায় আকাশ। পরে পুলিশ ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান হোসেন বলেন, বর্তমানে ওই ছাত্রী রামেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে এ গাইনী পোষ্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তবে গ্রেপ্তার করা হয়েছে আকাশকে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আকাশকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha