কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়ের পাড়া গ্রামের মৃত সামু মন্ডল এর ছেলে মফিদুল ইসলামের রক্তাক্ত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
এ বিষয়ে এলাকাবাসী জানান, মফিদুল এর পালিত ছেলে সাগর এর অনুমানিক ৬ বছর আগে বিয়ে হয় একই গ্রামের জামাল এর ভাগিনার সাথে। গত ৫ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে প্রায় দিন মফিদুল কে নানা ভাবে শ্বাশাত জামাল, জাব্বার, সরিফুল,মহাবুল সহ তাদের লোকজন তার এই ঘটনা ঘটাতে পারে। দক্ষিণ দাড়ের পাড়ার মুদি দোকানি সাইফুল ইসলাম জানান, ৩১আগষ্ট অনুমানিক ১২ টার সময় আমার সাথে মফিদুল ভাই এর দেখা হয় আমার সাথে কথা বলে বাড়ির দিকে চলে যায়। আমার বাড়ি ছাড়া তার বাড়ি প্রায় ১ কিলোমিটার দুরে। আমার সাথে যখন দেখা হয় তখন তার চেহারা বা আচরণ স্বাভাবিক ছিল।
এ বিষয়ে মফিদুল এর স্ত্রী আকলেমা খাতুন জানান, আমার ছেলে কে নিয়ে ঝামেলা চলছিল, গত সমবার আমার ছেলেকে তুলে নিয়ে যায়, জামাল, জাব্বার, সরিফুল, মহাবুল, সাইফুল, ফোরিদ, সেলিম, একতিয়ার, সাবদাম,সহ আর অনেকে। তুলে নিয়ে চলে যায় ময়রামপুর গ্রামে। পরে থানা পুলিশের সহযোগীতায় উদ্ধার করে নিয়ে আসে। পরে আমার স্বামী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় পরে আর বাড়িতে ফিরে নাই মহাবুল, সরিফুল ও জাব্বারের নেত্রীত্বে আমার স্বামীকে ক্ষতবিক্ষত ভাবে কেটে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে আমি এই হত্যা কান্ডের বিচার চাই।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, মফিদুল নামে এক ব্যক্তির রক্তাক্ত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তার শরিরে একাধীক আঘাতের চিহ্ন রয়েছে ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha