রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের দুই-আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় গ্রামের মানুষের বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ব্যাহত হচ্ছে অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন।
এলাকাবাসী বিভিন্ন সময়ে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের কাছে রাস্তাটি পাকাকরণ করার জন্য বললেও কাজের কাজ হচ্ছে না। অবহেলিত এ রাস্তায় এখন পর্যন্ত উন্নয়নের ছোয়া লাগেনি। জানা যায়, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপি এবং কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বসাকুষ্টিয়া। সীমান্তবর্তী হওয়ায় উল্লেখিত রাস্তাটির দিকে জনপ্রতিনিধিদের গুরুত্ব কম। শুধুমাত্র ভোটের সময় এলাকার মানুষের কদর বাড়ে।
প্রতিশ্রুতিও হয়। কিন্তু নির্বাচন শেষ হলে আর কারো মনে থাকে না। রাস্তার বেহালদশার কারণে গ্রামের মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্যসহ যাবতীয় মালামাল হাটবাজারসহ শহরে নিতে সীমাহীন কষ্টভোগ করছে। বর্ষার মৌসুমে মানুষের চলাচল এবং হাটবাজারে মালামাল নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে। কর্দমাক্ত রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে।
অটোবাইকসহ ভ্যান কাদাপানিতে আটকে বিকল হয়ে যায়। রাস্তাটি পাকাকরণ করা হলে প্রশাসনের যানবাহন চলাচলে সুবিধা হবে। ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। এদিকে, বেহাল অবস্থায় পড়ে থাকা বসাকুষ্টিয়া গ্রামের কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha