আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের ঘিদহ গ্রামের বাসিন্দা গোবিন্দ বিশ্বাসের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় ঘিদহ গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। সেই সাথে এখনো যে আসামীদের গ্রেফতার করতে পারেনি সেই আসামীদের গ্রেফতার করে দ্রæত আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট বিকেলে গরুতে ক্ষেতের ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের সুজন মন্ডলসহ এজাহারভূক্ত আসামীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে গোবিন্দ বিশ্বাসকে। পরে ২১ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় গোবিন্দর ছোট ভাই আনন্দ বিশ্বাস বাদী হয়ে সুজন মন্ডলকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ এজাহারভূক্ত চার আসামীকে গ্রেফতার করেছে। প্রধান আসামীসহ নয়জন পলাতক রয়েছে।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, এজাহারভূক্ত চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha