কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৮০ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৯ জন এবং ৩১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে। নতুন ৪৫ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৮৮ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ২৩ জন, দৌলতপুরের ৮ জন, কুমারখালীর একজন এবং ভেড়ামারা উপজেলার ১৩ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ৯৮ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৯২ হাজার ৯৭৩ জনের।
বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক হাজার ১৩০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৬ জন ও হোম আইসোলেশনে আছেন এক হাজার ৫৪ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha