সর্বশেষ স্প্যান বসানো মধ্য দিয়ে পূর্ন অবয়বে পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাগুরার মহম্মদপুরে উপজেলা পরিষদের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহ্হেল কাফীর নেতৃত্বে বিজয় মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহহেল কাফী, মো. কোরবান আলী, মো. হাবিবুর রহমান, প্রমূখ।
এ সময় উপজেলা চেয়াম্যান বলেন, শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে দেশের সবচে বড় অবকাঠামোর মুল অংশ দৃশ্যমান হয়েছে। এটা ছিল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বড় চ্যালেঞ্জ।
তিনি আরো বলেন, শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও সাহসিকায় নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মানের বাকি কাজ খুব দ্রুত শেষ হবে। যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ঢাকার সাথে সড়ক যোগাযোগে যুগান্তকারী ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫