লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে। রোববার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী- চ্যারােবান্ধা মাথা সীমান্তের ৮৪৩ নং মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, সাগর (৩০) ও ইউনুস (২৬)। ইউনুস ওই ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল ইসলামের ছেলে বলে জানা গেলেও সাগরের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
জানা গেছে, ওই সীমান্ত দিয়ে রোববার ভোরে ভারতীয় গরু পারাপার করতে যায় বাংলাদেশী কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ করে গুলি করে।
বিএসএফের গুলিতে সাগর এবং ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফ তাদের লাশ টেনে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে জানা যায়। কখন লাশ ফেরত দেবে সেটা বিএসএফ এখনও জানায় নি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111