আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৭:৪৯ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৯, ২০২১, ৬:৩১ পি.এম
নড়াইলে বি এনপির আভ্যন্তরীন কোন্দল চরমেঃ সহ-সভাপতিকে কুপিয়েছে প্রতিপক্ষ
বি এন পির আভ্যন্তরীন কোন্দলের জেরে কুপিয়ে আহত করা হয়েছে জেলা বি এনপির সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলা আহবায়ক নজরুল জোমাদ্দার কে।
এ ঘটনায় জেলা বি এনপির দপ্তর সম্পাদক টিপু সুলতানকে আটক করেছে লোহাগড়া পুলিশ। রবিবার(২৯ আগষ্ট) দুপুর ১২ টার দিকে এ
ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়,নিজ বাড়ি লোহাগড়ার লাহুড়িয়া থেকে মোটর সাইকেলে নড়াইলে আসছিলেন নজরুল জোমাদ্দার ও সহযোগী য়েকজন। পথিমধ্যে মানিকগঞ্জ বাজার ছেড়ে মরন মোড় নাম স্থানে পৌলে তাদের পথরোধ করে টিপু সুলতান ও তার কয়েকজন সমর্থক।
এসময় নজরুলের গাড়ীর চাবি কেড়ে নিয়ে টিপু ও কয়েকজন মিলে ছুরি দিয়ে নজরুল কে কোপাতে থাকে। আহত নজরুল কে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। ঘটনা ঘটিয়ে টিপু সুলতান লোহাগড়া স্বাস্থ্য কেন্দ্রে করোনা
ইউনিটে ভর্তি হবার ভান করে। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।
লোগাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, কোপানোর ঘটনায় টিপু কে লোহাগড়া স্বাস্থ্য কেন্দ্র থেকে আটক করা হয়েছে।
নড়াইল জেলা বিন এপির সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম বলেন,টিপু সুলতান দীর্ঘদিন ধরেই দলের মধ্যে ভাঙ্গন ধরাতে নানা অপকর্মে লিপ্ত। এর বিরুদ্ধে দলীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য কেন্দ্রে সুপারিশ করবো।
এ ঘটনায় ক্ষুব্ধ জেলার বি এনপি নেতৃবৃন্দ। লোহাগড়া উপজেলা বি এনপির নেতৃবৃন্দ দলছুট টিপু ও তার সহযোগীদের বিচার চেয়ে দল থেকে বহিস্কার করার দাবী জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha