ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৫ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে শনিবার (২৮ আগস্ট) বিকেলে এই আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫নং বানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, ৫ নং বানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: এনায়েত হোসেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলার ৫নং বানা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের উদ্যোগে আলোচনা সভা শেষে ২৫ জন অসচ্ছল প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদা বেগম কৃক বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সকলকে কাজ করতে হবে। এ লক্ষ্যে সমাজের শারীরিকভাবে অক্ষম জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫