রাজশাহীর বাঘা উপজেলার সরকারী বিভিন্ন প্রতিষ্ঠিানের ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম (এমপি)। তার ০৪ দিনের সরকারি সফরে শনিবার বাঘা উপজেলা এবং আগামী রবিবার চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুমি কার্যালয়ের নতুন ভবনসহ নানা উন্নয়ন মূলক কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
শনিবার প্রতিমন্ত্রী সকাল অনুমান ১২ টর দিকে আড়ানী বাজারের নির্মাণ কাজের উদ্বোধন, পরে বেড়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ও পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, হরিনা উচ্চ বিদ্যালয়েরর দ্বিতল ভবনের উদ্বোধন, তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ ও ঢাকা চন্দ্রগাথী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর, বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবনের উদ্বোধন, পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়েরর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তুলশীপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করছেন তিনি।
এবং রবিবার নন্দনগাছী ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন উদ্বোধন করবেন। একইসাথে চারঘাট ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন, পরানপুর হাটের নির্মাণ কাজের উদ্বোধন, এম,এম হাদী কলেজের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন, চারঘাট অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি রাস্তা এবং ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া বালুদিয়াড় দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গোবিন্দপুর হাটের ও চৌমুহনী বাজারের নির্মাণ কাজের উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম। এছাড়া সরকারী সফরের শেষ দিন সোমবার চারঘাট অডিটোরিয়ামে এসবিএমএসএস এর প্রোগ্রাম, চারঘাট ও বাঘা অডিটোরিয়ামে জন্মাষ্টমীর আলোচনা সভায় অংশগ্রহণ করবেন প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha