লালমনিরহাটের হাতীবান্ধায় গোবরের স্তুপে পড়ে লিমন নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার( ২৭ আগস্ট) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ঘটনা ঘটে।
নিহত লিমন ইসলাম ওই এলাকার তাইজুল ইসলামের ছেলে।এ বিষয়ে স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে নিহত লিমন খেলছিল এক পর্যায়ে পাশে থাকা একটি গোবরের স্তুপে পড়ে যায়। কয়েকদিনের বৃষ্টিতে গোবরের স্তুপে পানি জমায় সেখান থেকে উঠতে পারেনি শিশুটি।
পরে বাড়ির লোকজন গোবরের স্তুপ থেকে তার লাশ উদ্ধার করে। সিঙ্গিমারী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫