কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আনজিরা খাতুন (৩৫) নামে এক বিধবা নারী নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ নারী একই গ্রামের আকালী কারিগরের মেয়ে এবং ভেড়ামারা কুচিয়ামোড়া গ্রামের মৃত আনারুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়- আনজিরা খাতুন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ও এলাকাবাসী নদীতে তল্লাশী চালিয়ে তার সন্ধান মেলাতে পারেনি।
উল্লেখ্য, তিনবছর আগে আনজিরা খাতুনের স্বামী মারা গেলে তার তিন সন্তানসহ তাকে ধর্মদহ পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন বাবা আকালী কারিগর। দরিদ্র ও দিনমজুর হওয়ায় বাবার বাড়ি থেকে কষ্টে তিন সন্তানকে লালন পালন করছিল আনজিরা। নদীতে ডুবে আনজিরা খাতুন নিখোঁজ হওয়ায় এলাকাবাসীর মাঝে মর্মস্পর্শী বেদনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha