রাজবাড়ী জেলার পাংশার ভেকু ব্যবসায়ী ও মৎস্য খামারী আশরাফ সিদ্দিকী বাচ্চুর ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে। ফলে তার ব্যবসা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
জানা যায়, ব্যবসায়ী আশরাফ সিদ্দিকী বাচ্চুর মোটরসাইকেলটি গত ৯ আগস্ট রাতে পাংশা পৌরশহরের ৪নং ওয়ার্ডের নারায়নপুর এলাকার ভাড়া বাসা থেকে চুরি হয়। পাংশা সরকারী জর্জ স্কুলের পেছনে হেনা মাস্টারের বাড়িতে প্রায় আড়াই বছর যাবত ভাড়াবাসায় বসবাস করছেন তিনি। বাচ্চু একজন ভেকু ব্যবসায়ী।
এছাড়া তিনি একজন মৎস্যচাষী ও খামারী। সোনারবাংলা মৎস্যচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তিনি। গত ৯ আগস্ট রাত আনুমানিক ২টার সময় ওই ভাড়াবাসার নিচতলার গ্রীলকেটে গ্যারেজ থেকে অজ্ঞাত ব্যক্তিরা তার ব্লু রঙের সুজকী জিকচার ডাবল ডিক্স, ১৫৫ সিসি, যার রেজিঃ নং রাজবাড়ী-ল-১১-৪২৮০ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। পরদিন ১০ আগস্ট মোটর সাইকেল চুরির বিষয়ে তিনি পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি এবং চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার বা ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে বৃহস্পতিবার ২৬ আগস্ট দুপুরে ব্যবসায়ী আশরাফ সিদ্দিকী বাচ্চু এ প্রতিনিধিকে জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় তিনি আইনি প্রক্রিয়ায় এগুতে চান। মোটরসাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে এন্ট্রি করে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেন তিনি।
প্রিন্ট