জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে ফোন করে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটক ওই প্রতারকের নাম সানোয়ার হোসেন চৌধুরী (৩৬)। তিনি ফরিদপুরের কানাইপুরের মৃগী গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের নজরে এলে তার মোবাইল ফোন ট্র্যাকিং কানাইপুর থেকে এনএসআই এর সহায়তায় ডিবি পুলিশ তাকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, সানোয়ার হোসেন এনএসআই এর সহকারী পরিচালক পরিচয়ে বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের মোবাইলে ফোন দিয়ে তাদের এলাকায় দরিদ্রদের তালিকা বানিয়ে তাদের সাহায্যার্থে বড় বড় প্রকল্প তৈরি করে অনুমোদন করিয়ে দেয়ার আশ্বাস দিতো।
এজন্য কিছু টাকা পয়সা খরচ হবে বলে সে জানাতো। এরপর একটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলতো। তবে টাকা পাঠানোর সে মোবাইল ফোন বন্ধ কওে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতো।
এভাবে সে রাজবাড়ী, নওগাঁ, নাটোর, ফেনী, ভোলা, লক্ষীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গোয়েন্দা সংস্থা এনএসআই এর নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকা সে হাতিয়ে নেয়ার সুনির্দিষ্ট তথ্য পেয়ে বুধবার তাকে কানাইপুর এলাকা থেকে আটক কওে ডিবি পুলিশ।
এসময় তার নিকট একটি পাসপোর্ট, আকামা কার্ড, কিছু ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জম, দুই পুরিয়া গাঁজা, ব্যাংকের চেক, মোবাইল ফোন, ছয়টি সিম, পাওয়ার ব্যাংক, পেনড্রাইভ সহ বিভিন্ন মালামাল পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha