৫০ শয্যাবিশিষ্ট ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট নেই। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিটের অভাবে প্রায় ১মাস যাবৎ বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাস পরীক্ষা। ফলে ভুক্তভোগিরা চরম ভোগান্তিতে দিশেহারা।
গত ৩১জুলাই শনিবার থেকে হঠাৎকরে বন্ধ হয়ে যায়। কিটের অভাবে তা মঙ্গলবার (২৪আগষ্ট) পর্যন্ত চালু হয়নি করোনা টেস্ট পরীক্ষা।
আ্যন্টিজেন কিট এ পরীক্ষা করলে তাৎক্ষনিক ভাবে জানা যায় করোনা পজিটিভ কিনা। এই জন্য করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে অনেকেই স্বাস্থ্যকমপ্লেক্্রে এসে কিট না থাকায় ফিরে দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে নিশ্চিত করেছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার (অন্তঃবিভাগ) অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ শুভাশীষ সাহা শুভ ।
তিনি জানান, র্যাপিড আ্যন্টিজেন টেস্ট কিট সংকট দেখা দিয়েছে গত ৩১জুলাই শনিবার থেকে। কিট না থাকায় মঙ্গলবার (২৪আগষ্ট) পর্যন্ত কোনো র্যাপিড আ্যন্টিজেন টেস্ট করা সম্ভাব হয়নি। গত দুই মাস আগে প্রায় ২৭শ’ ৫০টি আ্যন্টিজেন কিট এসেছিলো। মাঝে ভেড়ামারা উপজেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় তা ব্যবহার বেশী হওয়ায় কিট সংকট দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূরুল আমীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,হাসপাতালে কিট নেই,তবে চাহিদা চেয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই কিট পেয়ে যাবো। যেহেতু ভেড়ামারায় করোনা রুগীর সংখ্যা বেশী। তাই নমুনা পরীক্ষার গতি এখানে অবিলম্বে বাড়াতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha