ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে অবস্থিত মিঠাপুর দারুস সুন্নাহ্ গোরস্থান মাদ্রাসা ও এতিমখানায় গতকাল শুক্রবার ভোররাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের সভাপতি আলী আকছাদ মিয়া অজ্ঞাত নামায় আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চোরের দল মাদ্রাসায় প্রবেশ করে সকল রুমের দরজা বাহির থেকে আটকিয়ে অফিস রুমের হ্যাজবোল্ট ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করে আলমারীর তালা ভেঙে প্রায় এক লক্ষ টাকা নিয়ে যায়, সেই সাথে আলমারীতে থাকা মাদ্রাসার কাগজপত্র ছিড়ে ফেলে যায়।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মইনউদ্দীন আহম্মেদবলেন, এলাকায় কিছু যুবক মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কাজ করে তাদের পক্ষে এ ঘটনা ঘটেছে বলে আমার ধারনা।
ওসি রেজাউল করিম জানান, খবর সুনে নিজে গিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেয়েছি চুরি হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫