আজকের তারিখ : জানুয়ারী ১১, ২০২৫, ১২:১৭ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৪, ২০২১, ৯:০৫ পি.এম
পাংশা মডেল থানায় বার্ষিক পরিদর্শনে রাজবাড়ীর পুলিশ সুপার
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান মঙ্গলবার ২৪ আগস্ট পাংশা মডেল থানায় ২০২১ বার্ষিক পরিদর্শন করেছেন।
জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় পাংশা মডেল থানায় পৌঁছিলে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানকে ফুলেল অভ্যর্থনা জানান।
এরপর পাংশা মডেল থানার পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। বার্ষিক পরিদর্শনকালে পাংশা মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
সকাল পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত পাংশা মডেল থানায় ২০২১ বার্ষিক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষসহ থানার অন্যান্য পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান মঙ্গলবার সকালে পাংশা মডেল থানায় বার্ষিক পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha