আজকের তারিখ : জুলাই ১৯, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৩, ২০২১, ৫:৪৫ পি.এম
সালথায় হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য আব্দুর রব মোল্লা (৬৫) কে হত্যা মামলায় ইলিয়াস মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২২ আগস্ট) রাজধানী ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। একই মামলার আর এক আসামী ইলিয়াস মোল্লা (৪৫) কে সে সময় গ্রেফতার করা হয়। এরা দুজনেই এলাকার একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। দীর্ঘদিন পলাতক থেকে উচ্চ আদালতে জামিন লাভের জন্য ঢাকায় অবস্থান নিয়েছিলো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রেসক্লাব চত্তরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য, যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে গত প্রায় ৩ মাস আগে ৪ জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে মিলাদ পড়া নিয়ে মারামারি হয়। সেখানে ইদ্রিস কারিকর নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়। পরে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সব শেষে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১৪জুন) তিনি মারা যান।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে, নিহত ইদ্রিস কারিকরের পরিবার। এতে প্রধান আসামী করা হয় রব মোল্লা কে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত কাল রবিবার তিনি পুলিশের হাতে গ্রেফতার হন।
এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মো: আসিকুজ্জামান বলেন, শাহবাগ থানা পুলিশের সহয়তায় রব মোল্লাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকার একটি হত্যা মামলার প্রধান আসামী। আমরা তাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha