রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় রবিবার ২২ আগস্ট দুপুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, মৎস্য অধিদপ্তরাধীন ২০২১-২০২২ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় পাংশা উপজেলার সরকারি খাস/প্রাতিষ্ঠানিক জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সে আলোকে রবিবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস ও রোকেয়া বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ মৎস্য দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা মৎস্য দপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
প্রিন্ট