আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ২:৪৪ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ২২, ২০২১, ৬:৫৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্র সহ ভারতীয় গরু আটক

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুটি টহল দলের অভিযানে কিরণগঞ্জ এবং আজমতপুর সীমান্তে মালিকবীহিন ১টি ভারতীয় গরু, রামদা, ছুড়ি, সরকি, তাঁর কাটা কাটার প্লাস, লোহা উঠানোর প্লাস এবং লোহার রড উদ্ধার করা হয়েছে।
জানাগেছে, ২১ আগস্ট ভোর ৪ টার দিকে কিরণগঞ্জ বিওপির নায়েবে সুবেদার মো.জাহাংগীর আলম’র নেতৃত্বে বিজিবির টহল দল জমিনপুর হারুনের বাড়ির পাশ থেকে মালিকবিহীন ১ টি ভারতীয় গরু উদ্ধার করে।
উদ্ধার গরুর আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত গরুটি কাস্টমে জমা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha