আজকের তারিখ : ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:৩১ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২২, ২০২১, ৫:০৩ পি.এম
সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটায় বৃক্ষরোপন
চাটমোহর উপজেলায় প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটায় বৃক্ষরোপন করা হয়েছে। বাংলা সাহিত্যের বীরবল খ্যাত সব্যসাচী লেখক প্রমথনাথ চৌধুরীর পৈতৃক ভিটা উপজেলার হরিপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বিরানপ্রায় ভিটায় গত শনিবার (২১ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলামের অর্থিক সহযোগিতায় তারুণ্যের আলো সাহিত্য পরিষদ ও চাটমোহর যুব সোসাইটির কর্মীরা ১০০ চারাগাছ রোপন করেছেন।
লাল কাঞ্চন ১৮টি, শিউলি ফুল ২টি, তেঁতুল চারা ৩টি, হরতকী ২০টি, বহেরা ২০টি, অর্জুন ২২টি,আমলকী ৫টি, জামরুল ১১টিসহ সোনালী কাঞ্চন গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মকবুল হোসেন।
টিম তারুণ্যের আলোর প্রচার সম্পাদক কবি সজীব কুন্ডুর নেতৃত্বে তারুণ্যের আলোর দপ্তর সম্পাদক মোঃ বাপ্পি শেখ, সহ-অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান, সন্মানিত সদস্য আকরাম আকিব ও মোঃ বিপুল ইসলামসহ চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল সিহাব,সহ সভাপতি আবু সাইদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান সহ অন্যন সদস্যবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha