ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসানুর রহমান নামে ৭ বছরের এক শারিরীক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে।
শুক্রবার (২০ আগষ্ট) দুপুরে পৌর শহরের সলেমানপুর মালিতা পাড়ার পঁচা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। মৃত হাসানুর ওই এলাকার আবু তালেব মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশু হাসানুর বাড়ির পাশে পঁচা মিয়ার পুকুরে গোসল করতে যায়। এসময় সে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশী শিশুরা পুকুরে গোসল করতে গেলে পানির নিচে হাসানুরের শরীর তাদের পায়ে বাধে।
এসময় তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, কোটচাঁদপুর মডেল থানার ওসি মঈন উদ্দিন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫