আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৯, ২০২১, ৪:১৮ পি.এম
চাটমোহরে চেক বিতরণ

পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।
অসহায়,দুস্থ,ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত উপজেলার ২৬ জন ব্যক্তি ও তাদের স্বজনদের মধ্যে ১২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো.মকবুল হোসেন এমপি।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম।
প্রধান অতিথিসহ অন্যরা শোকের মাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্রময় কর্মময় জীবন তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট সকল শাহাদত বরণকারীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।এসময় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha