আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৯, ২০২১, ৪:৪৯ পি.এম
নড়াইলে ফেন্সিডিল সহ মাদক কারবারি আটক

নড়াইলে ২০ বোতল ফেন্সিডিলসহ সোহাগ হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে রুপগঞ্জ হাতির বাগান এলাকা থেকে তার কাঁধে থাকা ব্যাগের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। সোহাগ হোসেন সাতক্ষীরা জেলার পাথরঘাটা গ্রামের ইয়াকুব আলির ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নড়াইল যশোর সড়কের রুপগঞ্জ বাস ষ্টান্ডের হাতির বাগান এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেনকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা ব্যাগের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে নড়াইল সদর থানার অফিসার ইনর্চাজ শওকত কবির হোসেন বলেন, এ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় নড়াইল থানায় মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha