ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ইন্দ্রজিৎ কুণ্ডু (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারের ২শ ফুট আগে গ্রামীণ ব্যাংকের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে তিন বন্ধু বোয়ালমারী থেকে ফরিদপুর যাচ্ছিলেন। কাদিরদী নামক স্থানে পৌঁছলে অপেক্ষমাণ একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী ইন্দ্রজিৎ কুন্ডু নিহত হন।
ইন্দ্রজিৎ স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমির এসএসসি পরীক্ষার্থী এবং সে ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের রতন কুন্ডুর ছেলে। দুর্ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের দুই ছাত্র জিৎ ও সিয়াম আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে আমার কাছে কোন খবর নেই। এখনই খোঁজ নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫