ফরিদপুরের বোয়ালমারীতে ১১৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন বাদী হয়ে সোমবার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ী হলো বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে আমিনুর ইসলাম (৩৪)।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫