আজকের তারিখ : এপ্রিল ৫, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৭, ২০২১, ৭:২২ পি.এম
নাচোলে মায়ের ছোরার আঘাতে ৭বছরের শিশুকণ্যা খুন

চাপাইনবাবগঞ্জে’র নাচোলে মায়ের ছোরার আঘাতে খুন হলেন মেয়ে তানিয়া (৭) ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে।
তবে মৃতের ভাই তামিম (৬) পুলিশের কাছে দেয়া এক সাক্ষাতকারে জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শিশুকন্যা তানিয়ার সাথে তার মা ইয়াছমি (২৭)’র কথা কাটাকাটির জের ধরে বারান্দার চালে থাকা ছোরা মা ইয়াছমিন তানিয়াকে লক্ষকরে ছুড়ে মারলে ছোরাটি তানিয়ার গলার শ্বাষনালীতে লেগে রক্তক্ষরণ হতে থাকে।
এসময় তানিয়ার মা নেজামপুর স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে হাসপাতালে ভর্তির পরামর্শ প্রদান করেন। এসময় শিশুকন্যাকে নিয়ে তার মা দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যাকে মৃত ঘোষনা করেন।
তানিয়ার পিতা মোশারফ চট্রগ্রামে অবস্থান করায় সে তার মৃত কন্যাকে নিয়ে জেলার সাবেক লা ভাঙ্গা গ্রামে চলে যায়।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha