ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এ সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ প্রায় ১০জন আহত হয়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চান মিয়া (৪০) ও সোহেল বেপারী (২৮) কে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারি গংদের জমি ১০বছরের জন্য ভাড়া নিয়ে প্রতিপক্ষরা হাওলাদার ইট ভাটা স্থাপন করে। গত ৫মাস পূর্বে চুক্তির মেয়াদ উত্তির্ন হওয়ায় এ বিষয় নিয়ে একাধিকবার শালিস-বৈঠক হয়। শালিস-বৈঠকে উক্ত জমি মালিকদের ছেড়ে দেওয়ার রায় সিদ্ধান্ত হয়।
শালিসের রায়কে অমান্য করে জমি জবরদখল করে রাখে হাওলাদার গংরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রহিচ হাওলাদার, সায়েম হাওলাদার ও বাবুল হাওলাদেরর নেতৃত্বে এক দল সন্ত্রাসীরা হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা মান্নান বেপারী ও তার দুই ভাই শাহজাহান বেপারী ও চান মিয়ার বাড়িতে ঘর-বাড়ি ভাংচুর করে নগদ টাকা স্বর্নাংলকারসহ মালামাল লুটতরাজ করে নিয়ে যায় বলে ভ‚ক্তভূগী মুক্তিযোদ্ধা পরিবার জানায়।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চত করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha