রাজবাড়ী জেলার পাংশা শহরের মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে সোমবার ১৬ আগস্ট কল্পনা রানী কুন্ডুর স্মরণে সনাতন ধর্মীয় আলোচনা, কীর্তন, মহাপ্রভূর ভোগরাগ, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে।
কল্পনা রানী কুন্ডু শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় দিলীপ কুমার কুন্ডুর (দিলীপ সাধু) স্ত্রী এবং পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, লিজা হেলথ কেয়ার ও রাজবাড়ী হেলথ কেয়ারের পরিচালক দীপক কুন্ডুর মাতা।
কল্পনা রানী কুন্ডুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সনাতন ধর্মীয় আলোচনা করেন পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), পাংশা শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক অসিত কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী চন্ডীচরণ ঘোষ, দেবাশীস কুন্ডু, লিটন কুমার বিশ্বাস, গোলক কুন্ডু, রঞ্জিত বিশ্বাস, অচিন্ত কুন্ডু, টুটুল কুন্ডু, লাল্টু কুন্ডু, জনি কুন্ডু, রতন দে, স্বপন রায়সহ সনাতন ধর্মীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে পৌরসভার কাউন্সিলর, রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুন্ডু আমন্ত্রিত অতিথিবৃন্দের অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন শুকদেব অধিকারী ও তার দল।
পাংশার শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে সোমবার দুপুরে কল্পনা রানী কুন্ডুর স্মরণে সনাতন ধর্মীয় আলোচনা করেন অনিল কুমার বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha