আজকের তারিখ : ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:৪৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২১, ৫:০১ পি.এম
চাটমোহরে পিসিডি’র খাদ্যসামগ্রী, মাস্ক ও গাছের চারা বিতরণ
চাটমোহরে বেসরকারি সংস্থা পিসিডির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সংস্থার সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন বৃক্ষের চারা এবং চাটমোহর থানা ও পুলিশ ফাড়িতে মাস্ক প্রদান করা হয়েছে।
রবিবার পিসিডির রেলবাজার শাখায় ৫শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো.শফিকুল আলম। এসময় এরিয়া ম্যানেজার হাশেম আলী,পিও হাসানুজ্জামান মুন্না,আ.গণিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনা সৃষ্টির জন্য মাস্ক বিতরণের অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে চাটমোহর থানা পুলিশসহ হান্ডিয়াল ও শরৎগঞ্জ পুলিশ ফাড়িতে মাস্ক প্রদান করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে ২ হাজার ৫ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ১০ হাজার মাস্ক এবং ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha