আজকের তারিখ : ডিসেম্বর ২৬, ২০২৪, ১:৩৩ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২১, ৫:২০ পি.এম
চাটমোহরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
পাবনার চাটমোহরে সোমবার (১৬ আগষ্ট) স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ এক মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করেছে থানা চাটমোহর থানা পুলিশ।
আটককৃত হলো রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের হুজুর আলীর ছেলে জহুরুলইসলাম (২৫)। তার মোটরসাইকেলে সিটের নিচে রক্ষিত ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার ফোর্স চাটমোহর পৌরসভা অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে আটক করেন। এসময় মোটরসাইকেলের সিটের নিচে রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং জহুরুলকে আটক করেন। জব্দ করা হয় মোটরসাইকেলটি।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,আটক মাদক ব্যবসায়ী জহুরুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha