বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে রবিবার (১৫ আগস্ট/২১ইং) সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর শুভ সূচনা করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসিকুজ্জামান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তাঁরা মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব মোল্যা, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সালথা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত শহীদের জীবনীর উপর আলোচনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সালথা উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অংগসহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha