১৫ আগস্ট রবিবার স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগষ্ট সকালে উপজেলা চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, , কৃষকলীগ, আলফাডাঙ্গা পৌরসভা,মুক্তিযোদ্ধা সংসদ, আলফাডাঙ্গা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সঙ্গঠন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলার মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকল সরকারি আধা সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আলোচনা সভা, শারিরীক প্রতিবন্ধিদের মাঝে হুয়িল চেয়ার বিতরন। বাংলাদেশ আওয়ামীলীগের পেসিডিয়াম সদস্য ফরিদপুর-১আসনের সাবেক সংসদ সদস্য আব্দু রহমানের পক্ষে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ উপজেলার সকল ইউনিয়নে দুস্হদের মাঝে খাবার বিতরন করা করেছে।
এসময় শোক দিবসের বিভিন্ন কর্মসুচিতে অংশ গ্রহন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহসম্পাদক শেখ তাহিদুর রহমান মুক্ত উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীগ, আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ,আওয়ামী পরিবার, গোপালপুর বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসা, কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক কলেজ, শহিদ জাফর স্বরনে জাগরনি ক্লাব, ঐতিহ্যে গোপালপুর, যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha