রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে অনলাইন ভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মহিলাদের দোয়া মাহফিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাদ্য পরিবেশন অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান ও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানাত আল মতিন বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিভিন্ ট্রেডে ৬জন যুবকের মাঝে ২লাখ ৬০ হাজার টাকার যুবঋণ বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ১০জন সংস্কৃতিসেবীর প্রত্যেকের ২হাজার ৫শত টাকা করে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha