রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে রবিবার ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থ্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আহম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি এবং প্রধান বক্তা হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪০ (রাজবাড়ী)’র জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোদেজা নাসরীন আক্তার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাচিপ সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। অপর বিশেষ অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক সহকারী এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট ফরহাদ আহমেদ, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীবালোক কুন্ডু জীবন, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইদ্রিস আলী মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসানুল ইসলাম (মোহন মুন্সী), পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ছন্টু, শরিষা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আহম্মদ আলী বাদশা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী বাবু, পাট্টার ইউনুস আলী বিশ্বাস ও কসবামাজাইলের মারুফ খান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ শুকুর আলী।
প্রিন্ট