ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল বুধবার (০৯.১২.২০২০) বেলা ১২টায় বোয়ালমারী উপজেলায় ৭১-এ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা খিজির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পৌর মেয়র মোজাফ্ফার হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা অধ্যাপক আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার কেএম জহুলুল হক ও আব্দুর রউফ সিদ্দকী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111