রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বর্তমানে ১৯২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৪টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৯৮ ভাগ। এ নিয়ে জেলায় পর্যন্ত মোট করোনা আক্রান্তের দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৩৭ জন।
নতুন করে শনাক্ত হওয়া ৪৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৯ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, দৌলতপুর উপজেলায় ০৮ জন, ভেড়ামারা উপজেলায় এক জন, মিরপুর উপজেলায় ১২ জন এবং খোকসা উপজেলায় ০৩ জন। এখন পর্যন্ত জেলায় ৯৪ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ৭৩২ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।
বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ৬৭৪ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২০০ জন। হোম আইসোলেশনে রয়েছেন দুই হাজার ৪৭৪ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha