জসীমউদ্দীন ইতি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বাশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠায়। এ সময় বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু। তারা হলেন—
মো. তবিবুর রহমান (৩৯), তার স্ত্রী শামীমা খাতুন (২৭) ও সন্তান আয়ান শেখ (৩)
রেশমা খাতুন (৩৪), সুমাইয়া খাতুন (১৫), লামিয়া খাতুন (১০), সামিয়া খাতুন (৮)
মো. আকতারুল ইসলাম (৩২), তার স্ত্রী আঁখি আক্তার (২৫), সন্তান তাজিম উদ্দিন (১০) ও আয়াত খাতুন (৫)।
তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বিভিন্ন গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা প্রায় ৫–৬ বছর আগে কাজের সন্ধানে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। প্রায় ৮–১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সীমান্তে নিয়ে এসে বিএসএফ-এর মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও অন্যান্য নথিপত্র যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে, তারা বাংলাদেশের নাগরিক। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে আজ (২৬ আগস্ট) কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫