যশোরের চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম দিনমজুর বেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন। গতকাল শনিবার সকালে গ্রামের মাঠে কাজ করার সময় তাঁর নিজ খেত থেকে আটক করেন।
গ্রেপ্তার হাসান আলী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাঙ্গিরপাড়া গ্রামের আবদুল মুজিদের ছেলে।
উপপরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, হাসানের বিরুদ্ধে থানায় মাদক, পুলিশের ওপর হামলা, মারামারি, চোরাকারবারিসহ ৫ /৬টি মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে আপন চাচাতো ভাইয়ের দুই বিঘা করলা (উচ্ছে) গাছ কেটে দেওয়ার অভিযোগ রয়েছে।
তিনি জানান, একটি মাদক মামলায় তাঁকে কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকেই সে পলাতক ছিল। আত্মগোপনে থেকেই সকল অপরাধের সঙ্গে জড়িত ছিল সে। আগেও পুলিশ তাঁকে আটক করতে যায়। তবে শার্ট-প্যান্ট পরা দেখলেই পালিয়ে যেত হাসান।
স্থানীয়রা জানান, ২০১৯ সালে হাসান বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটায়। সে ঘটনা তদন্ত করতে গেলে চৌগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিপনকে কুপিয়ে জখম করে হাসান। একই ঘটনায় লিপনের সঙ্গে থাকা এক পুলিশ সদস্যের হাতের একটি আঙুল কেটে পড়ে যায়। এ ঘটনায় কিছুদিন আগে জামিনে মুক্তি পায় সে। এরপর থেকে আবারও নানান অপরাধ করতে থাকে। এলাকার মানুষ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলত না।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, দিন মজুরের ছদ্মবেশে গতকাল শনিবার সকালে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদলতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha