রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শরিষা ইউরি শরিষা দক্ষিণপাড়া গ্রামের আল্লেক মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনায় অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১, তাং ১৩/০৮/২০২১, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। মামলাটি এসআই আমজাদ হোসেন তদন্ত করছেন।
জানা যায়, শরিষা দক্ষিণপাড়া গ্রামের মৃত ইছাহাক মন্ডলের ছেলে আল্লেক মন্ডল (৪৪) শ্যালো ইঞ্জিন মেকার। বৃত্তিডাঙ্গা বাজারে তার একটি শ্যালো মেশিনের পার্সের দোকান আছে। গত ১২ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তার দোচালা বসতঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দু’টি মোবাইল ফোন লুণ্ঠন করে নির্বিঘেœ পালিয়ে যায়।
বাদী আল্লেক মন্ডল মামলার অভিযোগে জানান, ১২ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় একজন লোক তার বসতঘরের দরজার কাছে এসে দরজা ধাক্কা দিয়ে নাম (আক্কেল মন্ডল) ধরে ডাকাডাকি করে দরজা খুলতে বলে। সে ঘুম থেকে উঠে ঘুমের ঘরে দরজা খুলে দেওয়া মাত্র অজ্ঞাতনামা ৬জন ডাকাত মুখে গামছা বাধা অবস্থায় হাতে রামদা ও হাসুয়া নিয়ে ঘরে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সবমিলে ৮৫ হাজার টাকা মূল্যের জিনিসপত্র লুণ্ঠন করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ফিরে যাওয়ার সময় ঘরের দরজা বাহির হতে শিকল দিয়ে দ্রুত চলে যায়। পরে শোর চিৎকারে লোকজন এগিয়ে এসে বসত ঘরে শিকল খুলে দেয়।
এ ব্যাপারে শনিবার ১৪ আগস্ট বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তথ্যানুসন্ধান ও তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha