মোঃ আরিফুল হাসান:
ফরিদপুর জেলার মধুখালী থানার দেলমথুরাপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এ সময় একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে র্যাব-১০ এর একটি চৌকস দল দেলমথুরাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-৩, কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।
অভিযানের সময় ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।
র্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫