নুরুল ইসলামঃ
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এর সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে সদরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল পাঁচটায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু ও সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদরপুর উপজেলার কলেজ মোড় থেকে শুরু করে হাসপাতালের মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে মিথ্যা মামলায় শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রদান করা হয়েছে। আমরা অনতি বিলম্বে এই মিথ্যা মামলার সাজা বাতিল ও বাবুল ভাইয়ের নি:শর্ত মুক্তি দাবি করি। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে।
এ সময়ে সদরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫