মুরাদ হোসেনঃ
আমি আর নয়ন এক সঙ্গে আসি, তার কারণ জনগণের ভিতর যেন ভুল বোঝাবুঝি না হয়। আপনারা ভুল বুঝবেন না বা দলের ভিতরে গ্রুপিং সৃষ্টি করবেন না। দল মনোনয়ন যাকেই দিক আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করবো। ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী
সালিমুল হক কামাল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে এই আসন আওয়ামী লীগের ছিলো। দুইবার বিএনপি
এই আসন পেয়েছে, সেই দুইবারই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটা আমার কৃতজ্ঞতা
না, কৃতজ্ঞ হলো আপনারা যারা সামনে আছেন, এই উপজেলার জনগণের। বিএনপির সিনিয়র
নেতাদের সাথে নিয়ে উপজেলা বিএনপিকে একত্রিত করি এবং সবাই মিলে আমরা একটা
শক্তিশালী দল গঠন করি। এ কারণেই আমরা বিজয়ী হতে পারি।
ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতা কর্মীদের এ কথা মনে করিয়ে দিয়ে কাজী সালিমুল হক কামাল বলেন, দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবেনা। সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
মহম্মদপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে ট্রাফিক চত্বরে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এসময় প্রধান
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, মহম্মদপুরের
কৃতিসন্তান এস এম রবিউল ইসলাম নয়ন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে পথসভায় উপস্থিত
ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির
সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল,
সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক জহুরুল হক, প্রেসক্লাব মহম্মদপুরের
সভাপতি আজিজুর রহমান টুটুল, যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার সজিব ও সদস্য সচিব মোঃ রজব আলী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫