সাহিদা পারভীন:
শুক্রবার সকালে রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া বাজার শিল্প ও বনিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন জেলা আইবিডাবলুএফ এর সভাপতি ওয়াজেদ আলী বিশ্বাস। এছাড়া কমিটিতে মোঃ জিল্লুর রহমানকে আহ্বায়ক, জসিম উদ্দীন মোল্লা ও রনজয় বসু সদস্য করা হয়েছে।
আহ্বায়ক কমিটি গঠনের আগে বনিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বনিক সমিতির সাবেক সভাপতি ইমদাদুল হক দুদু পূর্ব কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। পরে শিল্প বনিক সমিতির সদস্যরা আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫